
গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলায় এ. কাইয়ুম-আলকুমা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী এ মেধাবৃত্তি পরীক্ষা বাগলা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পৃষ্টপোষকতায় মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ধীরেন্দ্র চন্দ্র দাশ।
পরীক্ষার সমাপনী দিনে মেধাবৃত্তি চলাকালীন সময় পরিদর্শন করেন, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান উপাদক্ষ জাহিদ হোসাইন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জুবায়ের আহমদ, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম জাহাঙ্গীর, মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব, বাগলা দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মেধাবৃত্তির ব্যবস্থাপক ও ফাউন্ডেশনের অন্যতম সদস্য এহতেশামুল আলম জাকারিয়া, মেধাবৃত্তি পরিচালনা কমিটির সদস্য মাওলানা গোলামুর রহমান গোলাব, সাবেক ইউপি সদস্য আব্দুল হক কুদ্দুছ, বিশিষ্ট ব্যবসায়ী আফছার উদ্দিন আব্বাস, ডাক্তার ওয়াহিদুজ্জামান লিটন, নুরুল ইসলাম আফসার, করগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস উদ্দিন, মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরু পারভেজ, বাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বাগলা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবুধ চন্দ্র দাশ, মুল্লারচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতুশ দাশ, নোয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দাশ, আমকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ডেপুটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাশ, বাদেপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনু মিয়া, সুপাটেক-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রানি দাশ, সুপাটেক -১ সরকাারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা রানী দাশ, উত্তর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন আক্তার, কালাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারা বেগম, খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেম্পু চন্দ্র দাশ, ছয়ঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, আমকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ছালেহ আহমদ, ফাউন্ডেশনের সদস্য জিল্লুর রহমান সেলিম, জাহিদ আহমদ ফাহাদ, ফাহমিদা রোকসানা, মোহাম্মদ ইশতিয়াক ইসলাম, ইশফাক আহমদ ফরহাদ।
এদিকে মেধাবৃত্তি পরীক্ষা সফল হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষার পরিচালনা কমিটি সভাপতি ও ফাউন্ডেশনের ফাউন্ডার নুরুল হক ও নজরুল ইসলাম এবং পৃষ্ঠপোষক মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম।