
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যানির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল এসোসিয়েশনের সিনিয়র সদস্য রাজু আহমেদের সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হলেন মোহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুলাইমান আহমদ সুহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, দপ্তর সম্পাদক জাবেদ এমরান, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল-আমিন, নির্বাহী সদস্য রাজু আহমেদ, শাহ মো. কয়েস আহমদ, ফয়সাল আমীন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, শাহীন আহমদ, রত্না আহমদ তামান্না ও অমিতা সিনহা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়তের নায়বে আমীর মো. নুরুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সৌদিআরব বিএনপির সভাপতি জাকারিয়া আরফিন ফায়সাল, সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসাইন আরমান, ক্রাউন পার্ক হোটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পাভেল আহমদ, মহানগর বিএনপির সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।