
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামী তারেক আহমদ (৩০) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়।
তারেক আহমদ বানিগাজী গ্রামের মরম উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা সহ আরো একাধিক মামলা গোলাপগঞ্জ থানায় রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই সাঈদ আহমদ। তিনি জানান, আসামীকে রোববার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।