
দক্ষিণ সুরমার মোগলাবাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোলাপগঞ্জের তরুণীর অনশণ করেছেন। রোববার বিকেল থেকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কন্দিয়ারচর গ্রামের প্রেমিক আলী হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
প্রেমিক আলী হোসেন ওই গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে।
ভুক্তভোগী ওই তরুণী গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণগাও গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক আলী হোসেন বাড়ি থেকে পালিয়েছেন।
ওই তরুণী জানান, দীর্ঘ ১ যুগের বেশি সময় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক আলী হোসেন তাকে একাধিক জায়গায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। গত বছর্র ১৮ ডিসেম্বর ওই তরুণীকে না জানিয়ে গোপনে আরেকটি জায়গায় আলী হোসেন বিয়ে করে ফেলেন। সম্প্রতি এই বিষয়টি জানতে পারলে ওই তরুণী আলী হোসেনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
এদিকে প্রেমিক আলী হোসেন পলাতক থাকায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
তবে তার বড় ভাই আছগর আলী প্রতিবেদককে জানান, এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। ওই তরুণী বাড়িতে আসার পর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়নুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারকে নিয়ে আমরা বসেছিলাম। এরপর উভয় পক্ষকে আমরা দায়িত্ব দিয়েছি তারা যাতে সমঝোতার ভিত্তিতে একটা সমাধানে আসে।
এ বিষয়ে মোগলাবাজার থানার ওসি মনির হোসেন বলেন, এ নিয়ে ওই তরুণী থানায় কোনো অভিযোগ দেয়নি। আর এই ঘটনাটি গোলাপগঞ্জ উপজেলায় ঘটেছে। অভিযোগ করলে গোলাপগঞ্জ থানায় করতে হবে।